শুক্রবার ভোরে বারখাদা এলাকার উডল্যান্ড প্লাইউড প্রসেসিং কোম্পানিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাতে প্রচণ্ড শব্দে কারখানার বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলেও কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি।
তবে কারখানার প্রশাসনিক কর্মকর্তা তুহিনুল ইসলাম দাবি করেন, বয়লার বিস্ফোরণ নয় বরং রাতের শিফটে কাজের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
‘আমাদের শ্রমিকরা আগুন নেভাতে গেলে চারজন দগ্ধ হন। তাদের রাতেই ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে,’ যোগ করেন তিনি।
ঘটনাস্থলে কর্তব্যরত কুষ্টিয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, তারা ভোর রাত ৪টায় খবর পেয়ে ঘটনাস্থলে যান। সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা আড়াল করতে মালিকপক্ষ তৎপর ছিল। তারা বয়লার বিস্ফোরণকে শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ড বলে তথ্য সরবরাহ করেন।