শনিবার ঢাকাস্থ সুইস দূতাবাস জানায়, এই সংকট মোকাবিলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপ সমূহে সহায়তার জন্য প্রাথমিকভাবে ২.৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (২৫ কোটি টাকা) প্রদান করবে সুইজারল্যান্ড, যা স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে। বর্তমানে আরও প্রকল্প সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের বৈশ্বিক কোভিড-১৯ আবেদনে সুইজারল্যান্ড ১৪.৪ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (১২৬ কোটি টাকা) প্রদান করছে।
কোভিড-১৯ ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার জন্য আর কি কি করা যায়, সুইজারল্যান্ড তা বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর সাথে মূল্যায়ন করছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৪২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।