দেশের সবচেয়ে প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এ বছর শতবর্ষে পদার্পণ করেছে। শতবর্ষ উদযাপন উপলক্ষে পুরো ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। আয়োজিত হচ্ছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারপার্সন হাবিবা রহমান বলেন, এ প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জমা দেয়া ১৮ শতাধিক ছবি থেকে বাছাই করা সেরা ১০০ ছবি স্থান পেয়েছে।
আর এ সেরা ১০০ ছবি থেকে আমরা ১০ টি ছবি নিয়ে আলোকপাত করেছি যা দেশ ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, প্রকৃতি ও আবেগের প্রতিনিধিত্ব করে।
আরও পড়ুন: ঢাবি কর্তৃপক্ষকে একাডেমিক মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর
বাংলাদেশ
আলোকচিত্রী: মো. রবিউল হোছাইন, উইমেন ও জেন্ডার স্টাডিজ বিভাগ
ছবিটি তোলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ডিন কার্যালয় সংলগ্ন এলাকা থেকে। বাংলাদেশের ইতিহাসের বাঁক পরিবর্তনকারী কয়েকটি ঘটনার সাক্ষী এ স্থানটি। শিব নারায়ণ দাসের নকশা করা মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম এ স্থানেই উত্তোলিত হয়। তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব স্বাধীনতা সংগ্রাম পরিষদের পক্ষে এ পতাকা উত্তোলন করেন।