মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনে অবস্থিত ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) নামে একটি ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে কমপক্ষে এক সপ্তাহ সময় লাগবে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক ইউএনবিকে বলেন, 'খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে ইন্টারনেটের গতি স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। এবং যদি ডিভাইসগুলো পুড়ে যায়, তাহলে আরও বেশি সময় লাগতে পারে।
আরও পড়ুন: মহাখালীর খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি
ততদিন পর্যন্ত সারাদেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে।
কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে এমদাদুল হক বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে লেভেল থ্রি, ম্যাক্স হাব, উই নেটওয়ার্কস, আর্থনেট ও উইনস্ট্রিম আইআইজি পুড়ে গেছে। এর ফলে আমরা ইতোমধ্যে আমাদের ব্যান্ডউইথের ৭০-৮০ শতাংশ হারিয়েছি। সারাদেশে ৫৫০-৬০০ আইএসপি প্রতিষ্ঠানের সেবা বন্ধের পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার সেখানে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে অনুমান করা যাবে।
তবে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব ভবনটিতে প্রবেশের অনুমতি দেওয়া হোক অথবা ভবনটি ঝুঁকিপূর্ণ হলে মালামাল স্থানান্তরের অনুমতি দেওয়া হোক।
যাতে যত দ্রুত সম্ভব পরিষেবাটি ঠিক করা যায়, অন্যথায় আরও সময় লাগবে বলে জানান তিনি।