দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। অনেক দিন পর সহপাঠী বন্ধু-বান্ধবদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠে তারা। ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে প্রাণের উচ্ছ্বাস।
রবিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টায় সশরীরে সকল বর্ষের ২য় টার্মের রিভিউ ক্লাস শুরু হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হয়। ওইদিন সকাল ৯টা থেকেই মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা হলে ওঠে। এ ছাড়া ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করে।
কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড প্রদর্শণপূর্বক হলে প্রবেশ করতে পেরেছেন। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাস খুলে দেয়ায় উচ্ছসিত শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু
শিক্ষার্থীদের পদচারণায় দেড় বছরের বেশি সময় পর ক্যাম্পাসে প্রাণবন্ত ভাব লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষকরাও খুশি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জানান, খুবিতে সকল বর্ষের ২য় টার্মের রিভিউ ক্লাস আজ শুরু হয়েছে। ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রথম ক্লাস আমি নিয়েছি। সেখানে শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিল। দীর্ঘ দিন পর ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিত অত্যাধিক ভালো। প্রায় ৯৫ ভাগ শিক্ষার্থী উপস্থিত হয়েছে।