আইন ও সালিশ কেন্দ্র (আসক) বৃহস্পতিবার এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে গত তিন মাসে দেশজুড়ে অন্তত ১২৮ শিশু নিহত হয়েছে।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত আরও ২২৫ শিশু বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছে।
বাংলাদেশের অন্যতম বিশিষ্ট আইনি সহায়তা ও মানবাধিকার গোষ্ঠী আসক তাদের মাসিক বুলেটিনে এই ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে নিহত শিশুদের মধ্যে ৫৯ শিশু ১৩ থেকে ১৮ বছরের মধ্যে, ২৯ জন শিশু ৭ থেকে ১২ বছরের মধ্যে এবং ২৭ জন শিশুর বয়স শূন্য থেকে ৬ বছর।
২২৫টি নির্যাতিত শিশুর মধ্যে কমপক্ষে ২৪ শিশু বিভিন্ন যৌন হয়রানির শিকার এবং ২৫টি ধর্ষণের শিকার হয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে জানুয়ারিতে ১৩ জন, ফেব্রুয়ারিতে ১৭ জন এবং মার্চে ২৮ জন মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে আসকের প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন: ৯ মাসে ৩৪ নারী ধর্ষণের পর হত্যা: আসক
চলতি বছর সীমান্তে হত্যাকাণ্ড বেড়েছে, দেশে ৩৮৮ বিচার বহির্ভূত হত্যা: আসক