গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাদুল্লাপুর শহরতলীর ঘাঘট ব্রিজের দক্ষিণ পাশের বাঁধের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুরত আলীর বাড়ি একই উপজেলার পুরান লক্ষীপুর গ্রামে।
আরও পড়ুন: নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় তার বাড়ি থেকে বের হয়ে বাজার করতে যান। রাতে আর বাড়ি ফিরে আসেনি।
শনিবার সকালে গ্রামবাসী ঘাঘট নদীর তীরবর্তী কলেজপাড়া ঘাঘট ব্রীজের নিচে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ এসে লাশের সুরতহাল তৈরি করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) এনায়েত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে সুরত আলী নামের ওই ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
কে বা কারা ধারালো অন্ত্র দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে, রহস্য উদঘাটনে অনুসন্ধান চলছে।
আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার