গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূ রিপা আক্তার (২৫) টঙ্গী পূর্ব থানার বনমালা এলাকার বাসিন্দা।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সজল জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রিপা আক্তারকে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ রিপা আক্তারকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১
তিনি জানান, এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী আলামিন (৩০), তার বাবা আবুল কালাম ও ছোট ভাই আলাউদ্দিনকে আটক করেছে। আলামিন স্থানীয় একটি কারখানায় কর্মরত।
এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট: র্যাবের হাতে আটক ১৪