গাজীপুরে তিন লাখ ৪৪ হাজার জাল রুপি এবং ছয় লাখ ৯২ হাজার জাল টাকা জব্দ করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিসি ডিবি ও মিডিয়া মোহাম্মদ ইব্রাহিম খান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২৫), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার রমজান আলীর ছেলে খোরশেদ আলম(গিট্টু), কুড়িগ্রামের রাজার হাট থানার মৃত গফুর আলীর ছেলে ছামিউল (৩০) এবং একই এলাকার আজিমউদ্দিন ছেলে ছালেক (২৭)।
আরও পড়ুন: কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৪
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১২ টার দিকে সদর থানার সালনা এলাকায় মাজাহরুল ও সবুজ নামের দু’জনকে সন্দেহবশত গ্রেপ্তার করে পুলিশ। তাদের হাতে শপিং ব্যাগ ও লুঙ্গির পেছনে গোজা পাঁচটি বান্ডিলের মধ্যে ভারতীয় তিন লাখ ৪৪ হাজার জাল রুপি এবং বাংলাদেশি ছয় লাখ ৯২ হাজার জাল টাকা জব্দসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া জেলার বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকা গত ২৭ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে খোরশেদ আলম (গিট্টু) ও সালেক নামের আরেক সহযোগীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন: খুলনা আ. লীগ নেতা হত্যা: ৩১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩