গাজীপুরে পৃথক গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এই দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাসন থানাধীন পালের মাঠ এলাকার মৃত্তিকা ভবনের সপ্তম তলায় সার্জেন্ট শাহানেওয়াজের ভাড়া বাসার রান্না ঘরে সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রী ফারজানা (৩০) মারা যান। তিন বছরের ছেলে সন্তানসহ ওই বাসায় বসবাস করছিলেন তারা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় রান্না করার জন্য তিনি রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। এ সময় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। সার্জেন্ট শাহনেওয়াজের স্ত্রী ফারজানার শরীর সঙ্গে সঙ্গে আগুনে ঝলসে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।
অন্যদিকে, সকালে ঝালাই দেয়ার গ্যাস সিলিন্ডারের বোতলের আঘাতে অনুমানিক আড়াই বছর বয়সী আয়েশা ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই রোহিঙ্গার মৃত্যু
বাসন থানাধীন ইটাহাঁটা এলাকায় আবুলের বাড়ির পিছনে নির্মাণাধীন কারখানার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে ঝালাই দেয়ার গ্যাস সিলিন্ডারের বোতলের আঘাতে আয়েশা মাথা এবং মুখে আঘাত পায়।
পরে আত্মীয়-স্বজনরা তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আয়েশার বাবা রাশেদুলের গ্রামের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানার কান্দুলি গ্রামে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি সানোয়ার জাহান জানান, এ দুটি মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এসব বিষয়ে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।