গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ২ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, সেলিম নামের অপরজনকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মৃত অন্যজনের পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে মর্গে এসে দুইজনের লাশ পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন মারা গেছে: রোড সেফটি ফাউন্ডেশন