গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মিলন মিয়া একজন ফল ব্যবসায়ী এবং তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের জালাল উদ্দিন কালু মিয়ার ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে কুকুরের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ২
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চারমাথা এলাকার ফল ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়।
উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
এ ঘটনায় পরপরই বিক্ষুব্ধ লোকজন ঢাকা-রংপুর ও ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আধা ঘন্টা অবরোধের ফলে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।