কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় চার সহোদর ভাই নিহত হয়েছে। এসময় একই পুরবারের আরও অন্তত পাঁচজন আহত হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)। এসময় আহত হন-প্লাবন শীল (২২), রক্তীম শর্মা (৩৩), স্বরণ শীল (২৪), বোন হীরা শীল (৩২) ও মুন্নী (৩০)।
নিহতদের বাবা সুরেশ চন্দ্র শীল ৯ দিন আগে মারা যান। বাবার আত্মার শান্তি কামনা ও মৃত্যু পরবর্তী কর্মক্রিয়া সম্পাদনের অংশ হিসেবে নিহতরা সবাই পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত ৩
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পরিদর্শক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের সাত ছেলে দুই মেয়ে সহ পরিবারের ৯ সদস্য পিতার মৃত্যুর পরবর্তী কর্ম সম্পাদন উপলক্ষে পারিবারিক পুজো দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানা তিনি।