জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের হিসেব দাখিল না করায় চট্টগ্রামের লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এ এফ কবির মানিক ও তার স্ত্রী তাহেরা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বিকালে সাবেক এ কাউন্সিলরের বিরুদ্ধে এ মামলা করা হয়। দুদক সমন্বিত জেলা কার্যালয়টির উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদি হয়ে মামলাগুলো দায়ের করেন।
এর আগেও গত বছরের ৯ নভেম্বর সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। ওই মামলায় তিনি ছাড়া আরও তিনজনকে আসামি করা হয়। এসব মামলায় পাহাড় কাটা ও মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে এক কোটি ৪৭ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আনা হয়।
আরও পড়ুন: দুদকের মামলায় জামিন পেলেন সম্রাট, মুক্তিতে বাধা নেই
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক মো. আবু সাঈদ বলেন, ‘সম্পদ বিবরণীয় দাখিল না করায় দুদক আইনের ২৬ (২) ধারায় ‘নন-সাবমিশন’ মামলা দায়ের করা হয়েছে মানিক ও তার স্ত্রীর বিরুদ্ধে। কমিশনের নির্দেশক্রমেই মামলাগুলো দায়ের করা হয়।
দুদক সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে মানিকের নামে এক কোটি ৭৫ লাখ টাকার স্থাবর ও এক কোটি পাঁচ লাখ টাকার অস্থাবর এবং তার স্ত্রী তাহেরা কবিরের নামে ৫৫ লাখ টাকার স্থাবর ও ২৫ লাখ ৭৮ হাজার টাকার অস্থাবর সম্পত্তির তথ্য পায় দুদক। যদিও সম্পদ বিবরণী দাখিল না করায় প্রকৃত সম্পদের তথ্য পায়নি দুদক। তবে কর্মকর্তাদের ধারণা এসব সম্পদের বাইরেও সাবেক এ কাউন্সিলের নামে বেনামে আরও সম্পদ থাকতে পারে।