শিক্ষক ও পরিচালনা কমিটির বিরোধের জেরে জেলার পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষককে (১৭ জন) একযোগে বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আদেশ পেয়ে বদলিকৃত শিক্ষকরা গতকাল বৃহস্পতিবার (২২ জুন) বিভিন্ন বিদ্যালয়ে যোগদান করেছেন।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ৩৭,৯২৬টি পদ শূন্য: প্রতিমন্ত্রী
এর আগের দিন বুধবার (২১ জুন) তাদের বদলির এ আদেশ পায়।
সংশ্লিষ্ট সূত্র জানান, গত এক বছর পটিয়া পৌরসদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ ও সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা চৌধুরী ও বিদ্যালয় পরিচালনা কমিটির এমপি মনোনীত সহ-সভাপতির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মক বিঘ্নিত হয়। এই প্রেক্ষিতে গত ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ১৭ শিক্ষকের বদলির আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ১৭ শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ে বদলি করে সেখান থেকে একজন করে শিক্ষককে স্থলাভিষিক্ত করা হয়।
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন ক্রমে প্রশাসনিক কারণে তাদেরকে বদলি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী