এ ঘটনায় শুক্রবার সিএমপির কোতোয়ালী থানায় ওই ছাত্রী বাদী হয়ে বাসের চালক ও হেলপারকে (অজ্ঞাত) আসামি করে মামলা করেছেন। পুলিশ ওই বাসকে চিহ্নিত ও অভিযুক্ত চালক ও হেলপারকে ধরতে অভিযান শুরু করেছে।
কোতোয়লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা অভিযুক্তদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছি। পুলিশের কয়েকটি টিম কাজ করছে।’
এদিকে অভিযুক্ত বাস চালক ও সহকারীকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
লাঞ্ছনার ঘটনার বর্ণনা দিয়ে চবির কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নগরীর নিউমার্কেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ৩নং রুটের বাসে ওঠেন অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী। বাসটি নগরীর রিয়াজুদ্দিন বাজার এলাকায় পৌঁছলে ভুক্তভোগী ছাড়া সকল যাত্রী একে একে নেমে গেলে তিনি একা হয়ে যান। পরে বাসটি তার রুট পাল্টে স্টেশন রোডের দিকে চলতে শুরু করে।
তখন ভুক্তভোগী মেয়েটি নিরাপত্তার স্বার্থে বাস চালককে বাস থামাতে বললে বাসের হেলপার তার দিকে ধেয়ে আসে এবং তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। এ অবস্থায় দম বন্ধ হয়ে এলে মেয়েটি আত্মরক্ষার্থে তার হাতে থাকা মোবাইল দিয়ে হেলপারকে আঘাত করে চলন্তবাস থেকেই লাফ দেন। পরে এক রিকশাওয়ালার সাহায্যে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে বাসায় ফেরেন।
এদিকে বাসটি চিহ্নিত করে চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পুলিশ কমিশনার মাহবুবুর রহমানকে ফোন করে অনুরোধ করেছেন চবি ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।