চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একেএম নাজিম উদ্দিনের মৃত্যুতে শনিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি এক বিবৃতিতে মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন: নারীনেত্রী আয়েশা খানম মারা গেছেন
নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল: প্রধানমন্ত্রী
নাজিম উদ্দিন শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আ’লীগ নেতা আব্দুল ওহাবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অভিনেতা কাদেরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
এদিকে, তার মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।