নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে দেশের বিভিন্ন জেলার ৮৪০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া কক্সবাজারের টেকনাফ, নরসিংদীর রায়পুরা ও পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনও একই দিনে হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা ২৫ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময়সীমা ২৯ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৬ ডিসেম্বর পর্যন্ত। বুধবার নির্বাচন কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায়।
৩৩টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভার ভোট ইভিএম পদ্ধতিতে হবে।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: রায়পুরায় গ্রেপ্তার ১২, আগ্নেয়াস্ত্র উদ্ধার