চাঁদপুরের হাজীগঞ্জে জমিতে বালু ভরাট করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০১ এপ্রিল) সকালে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সালামত (৩৫) ওই বাড়ির রবিউল আলমের ছেলে এবং চাঁদপুর জেলা জজ আদালতে আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন। ছয় মাস আগে তিনি বিয়ে করেন এবং তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা।
আরও পড়ুন: সিলেটে বিষপানে নার্সিং কলেজ ছাত্রীর মৃত্যু
অভিযুক্ত কাউছার আলমও (৩৫) একই বাড়ির মৃত আমির হোসেন প্রধানিয়ার ছেলে।
প্রতিবেশি আলমগীর হোসেন জানান, সকালে সালামত ঘর উঠানোর জন্য বাড়ির সামনের ভিটাতে বালু ভরাটের কাজ শুরু করেন। ওই সময় তার বাড়ির সম্পর্কে চাচা কাউছার এসে জিজ্ঞাসা করেন কেন বালু ভরাট করা হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারেন। আঘাত পেয়ে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়েন। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তামীম হোসেন সালামতকে মৃত ঘোষণা করেন।
সালামতের বাবা রবিউল আলম বলেন, ‘কাউছার আমার চাচাতো ভাই। তাদের সঙ্গে আমাদের সম্পত্তি বন্টন হয়নি। বালু ভরাটের জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। অন্য জায়গা নিয়ে তাদের সঙ্গে উচ্ছেদ মামলা আছে। সে ক্ষোভেই আমার ছেলেকে মেরেছে। আমি এর বিচার চাই।’
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ বলেন, বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামিকে আটক করার জন্য ঘটনাস্থলে গিয়েছে। দ্রুততত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ ইউএনবিকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করছি, মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নেত্রকোনা জেলা কারাগারে হাজতির মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু