চাঁদপুরের কচুয়ায় সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নে ৬নম্বর ওয়ার্ড প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৫১) ও অভিযুক্ত তাজুল ইসলাম (৫৫) ওই বাড়ির মৃত জমির উদ্দিন প্রধানিয়ার ছেলে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, চাঁদপুরে শিবির কর্মী আটক
নিহতের স্ত্রী মাকসুদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে শুক্রবার সকালে তাজুল ইসলামের পরিবারের সঙ্গে ছোট ভাই সিরাজুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্রুদ্ধ হয়ে বড় ভাই তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম, বড় ছেলে সাইফুল ইসলাম ও ছোট ছেলে আবিদ সংঘবদ্ধ হয়ে সিরাজুল ইসলামের ওপর হামলা করে। হামলায় তাজুল ইসলামের ছোঁড়া ইটে মাথায় লেগে মাটিতে লুটিয়ে পড়েন সিরাজুল। তাৎক্ষণিক তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক শাহনাজ সুলতানা বিপাশা পরীক্ষা করে সিরাজুলকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এরই মধ্যে এ ঘটনায় আমরা তাজুল ইসলামসহ তিনজনকে আটক করেছি। ঘটনায় জড়িত বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।
তিনি জানান, সিরাজুলের লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মামলা হবে।