চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই এই রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালেও বেড়েছে রোগীর ভিড়। এমনকি শয্যা সংকটের কারণে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অনেকে।
শুক্রবারও (২৭ জুন) হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২ জন রোগী। এর মধ্যে পুরুষ ৬ জন, নারী ১৯ জন ও শিশু রয়েছে ৭ জন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই এডিস মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হচ্ছেন সববয়সী মানুষ। এতে জনমনে বাড়ছে উদ্বেগ।
রোগীর সংখ্যা বাড়ায় চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। তবে তাতেও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্তের ঊর্ধ্বগতির মধ্যে আজও ২ মৃত্যু
হাসপাতাল সুত্র জানা যায়, গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়িতেও ফিরেছেন। আবার জটিল রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বলেন, ‘বৃষ্টির কারণে জুন-জুলাই মাসে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। পিটিআই, আরামবাগ, বালুবাগান, মিস্ত্রিপাড়া—এসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি।’
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ-সরঞ্জাম আছে। চিকিৎসা দিতে কোনো সমস্যা নেই।
এ ছাড়া, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার এবং রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার আহ্বান জানিয়েছেন ডা. মাসুদ।