চীন সরকারের উপহার করোনার চাইনিজ সিনোফার্ম ভ্যাক্সিনের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছেছে।
বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাইট করোনার টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
আরও পড়ুন: করোনা পরিস্থিতির অবনতি হলে বাংলাদেশকে আরও সহায়তা দিতে প্রস্তুত চীন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকাগুলো বুঝে নেয়ার কথা রয়েছে।
নিজেদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও চীন বাংলাদেশের প্রয়োজনের কথা মাথায় রেখে ঈদ উপহার হিসেবে ৫ লাখ ডোজ ভ্যাক্সিন পাঠালো।
আরও পড়ুন: দ্বিতীয় ডোজের টিকা সংগ্রহের চেষ্টা চলছে: সেব্রিনা ফ্লোরা
চীন এ পর্যন্ত প্রায় ৮০ টি উন্নয়নশীল দেশকে ভ্যাক্সিন সহায়তা দিয়েছে।
এর আগে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশে করোনার চলমান দ্বিতীয় ঢেউয়ের অবস্থা আরও খারাপ হলে, অক্সিজেনসহ অন্যান্য মেডিকেল সহায়তা দিতে প্রস্তুত চীন।
আরও পড়ুন: টিকার জন্য রাশিয়ার সাথে শিগগিরই চুক্তি: স্বাস্থ্যমন্ত্রী
করোনার প্রথম ঢেউ মোকাবিলায় বাংলাদেশ চীন একসাথে একে অপরকে যেভাবে সহায়তা করেছে তা স্মরণ করে তিনি বলেন যদি দরকার হয় তবে চীন আরও সহায়তা দিতে প্রস্তুত।
বাংলাদেশে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চীন সাধ্যমতো সহায়তা করবে বলে জানান চীনের রাষ্ট্রদূত।