চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: স্বর্ণের ভরিতে কমল ১৮৯০ টাকা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি দামুড়হুদার নাস্তিপুর সীমান্তের শূন্যরেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করে।
যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেন।