চুয়াডাঙ্গায় এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিকালে এক নারীর সঙ্গে প্রতারণা করার জন্য নিজেকে পুলিশ কর্মকর্তা প্রমাণে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়।
আটক তৌহিদ হোসেন জেলা সদরের গাইদঘাট গ্রামের মিল্লান হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তৌহিদ একজন মহাপ্রতারক। তিনি সাধারণ মানুষের কাছে পুলিশ হিসেবেই পরিচিত। আবার পুলিশের কাছে পরিচিত দুদক কিংবা এনএসআই কর্মচারী হিসেবে। এগুলো প্রমাণে তিনি আবার সেসব বাহিনীর পোশাক পড়ে ছবি তুলে ফেসবুকেও শেয়ার করেন। এরকম বিভিন্ন বাহিনীর সদস্য সেজে মূলত টাকা হাতিয়ে নেয়াই তার মূল কাজ।
ওসি বলেন, ইতোমধ্যে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আমরা পেয়েছি। তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, তৌহিদের বিরুদ্ধে এক নারী প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে অশ্লীল ছবি ধারণকারী প্রতারক চক্রের ৬ সদস্য আটক