চট্টগ্রামের বাশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৫ জুনের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাম্বল ইউপির চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ঘোষণা দেন যে, ভোটকেন্দ্রে ইভিএমের বোতাম টিপতে না পারলে টিপ দেয়ার জন্য নিজের লোক রাখবেন এবং ইভিএমকে তার ইচ্ছানুযায়ী ব্যবহার করে নির্বাচনে জয় ছিনিয়ে আনার হুমকি দিয়েছেন।
তিনি আরও বলেন, ইভিএম না থাকলে রাতের মধ্যেই সব ভোট সংগ্রহ করতে পারতেন যা বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রকাশিত হয়েছে। পরে তদন্তে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা বক্তব্যের প্রমাণ পান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা, ২০১০ অনুযায়ী এই ধরনের কাজ ফৌজদারি অপরাধ। কমিশন চাম্বল ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।