সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আহত সায়মা আলম বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, শনিবার রাতে ট্রেনে ঢাকা থেকে সিলেট পৌঁছান সায়মা আলম। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে পৌঁছানোর পর সিলেট নগরীর বিজিবি গেইট সংলগ্ন সুরমা আবাসিক এলাকায় ছিনতাইকারী তার বাম পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ওসমানী মেডিকেলে নেয়া হয়।
আরও পড়ুন: ক্যান্সারে মারা গেলেন শাবিপ্রবির শিক্ষার্থী
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর বলেন, ‘রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জায়েদা শারমীন আমাকে দুর্ঘটনার খবরটি জানান। আমাদের প্রক্টরিয়াল টিম দ্রুতই ব্যবস্থা নেন। আহত শিক্ষার্থীকে দ্রুতই ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা সশরীরে তার খোঁজ খবর নিয়েছি। সে এখন সুস্থ আছে।’
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের তথ্য দেয়ার নির্দেশ
প্রক্টর জানান, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে জানানো হয়েছে। আশা করি তারা দ্রুতই ব্যবস্থা নেবেন।