সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শেরপুরে সেনাসদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সেলিম হরাইত্রিলোচন গ্রামের বাসিন্দা। জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছাড়াও তিনি কালিগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপ হামলার ঘটনায় করা মামলার আসামি সেলিম সওদাগরকে গ্রেপ্তার করা হয়েছে।’