শেরপুরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামি মো. রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রঞ্জু শেরপুরের চরশেরপুর নিজপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: 'পুষ্পা-২'র প্রদর্শনীতে নারীর মৃত্যু, আল্লু অর্জুন গ্রেপ্তার
আজ র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মো. রঞ্জুকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম বলেন, মো. রঞ্জু মিয়াকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।