পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিদের জনগণের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে বলেছেন।
রবিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ডিআইজি থেকে পদোন্নতি পাওয়া সাত অতিরিক্ত আইজির র্যাঙ্ক ব্যাজ পরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
এসময় আইজিপি বলেন, পুলিশের কাছে মানুষের চাওয়া আকাশচুম্বী। মানুষের প্রত্যাশা পূরণে তাদের সেবা দিতে হবে।’
তিনি পুলিশ কর্মকর্তাদের বলেন, ‘‘পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আপনারা পুলিশের সর্বোচ্চ পদে পদোন্নতি পেয়েছেন।’
আরও পড়ুন: উন্নত মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ
আইজিপি আরও বলেন, ‘পুলিশ বাহিনী থেকে আপনাদের আর কিছু পাওয়ার নেই। এখন শুধু দেওয়ার পালা। আপনারা এখন দেশ ও জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করবেন।’
অনুষ্ঠানে আইজিপি বেনজীর আহমেদ ও অতিরিক্ত আইজি (এএন্ডআই) মো. মইনুর রহমান চৌধুরী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- আবু হাসান মুহাম্মদ তারিক, বনজ কুমার মজুমদার, হাসান উল হায়দার, মো. মনিরুল ইসলাম, মো. শাহাবুদ্দিন খান, মো. মাহাবুবুর রহমান এবং ব্যারিস্টার মো. হারুন অর রশীদ।
আরও পড়ুন: ট্রান্সজেন্ডার নারীকে যৌন নির্যাতন: ৩ আসামি গ্রেপ্তার