জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সকল ক্লাস পরীক্ষা সশরীরেই চলমান থাকবে। বুধবার উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের এক মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ভর্তি কমিটির সদস্য অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল।
তিনি বলেন, আমাদের চলমান সকল ক্লাস এবং পরীক্ষা বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে যেভাবে হচ্ছে এভাবেই চলমান থাকবে। যদি করোনা রোধে সরকারি কোন নির্দেশনা আসে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধের জন্য তখন অনলাইনে ক্লাস-পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরও পড়ুন: জবিতে ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত
তিনি আরও বলেন, জবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি এখনও সম্পন্ন হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে তাদের ক্লাস শুরু হবে।
জানা যায়, হঠাৎ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বেড়ে যাওয়ায় সশরীরের ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
আরও পড়ুন: জবিতে অনলাইন পরীক্ষার নীতিমালা পাশ