যশোর সদরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত আব্দুর রহমান (৬০) একই গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: নেত্রকোণায় ‘চোরের লাঠির আঘাতে’ ব্যবসায়ীর মৃত্যু
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জমিজমা নিয়ে আব্দুর রহমানের সঙ্গে তার ভাইপোদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিকালে পুনরায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায় ভাতিজা বাবলু বাঁশের লাঠি দিয়ে চাচা আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এসময় তিনি মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটে পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা জান।
আরও পড়ুন: মহেশপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।