জয়পুরহাট সদরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাডা গ্রামে
এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত মোস্তাকিম হোসেন (২০) একই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্ত্রী রিয়া পারভীন (১৮) নওগাঁর ধামুরহাট উপজেলার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে।
আরও পড়ুন: বাড়িতে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলো সুমাইয়া!
নিহতের বাবা আব্দুল হামিদ জানান, গত কুরবানী ঈদের দুই দিন আগে পারিবারিকভাবে মোস্তাকিমের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের ক’দিন পর পারিবারিক কলহের জেরে দীর্ঘ দিন বাবার বাড়িতে গিয়ে ছিলেন রিয়া। এ ব্যাপারে দু’পক্ষের আলোচনার ভিত্তিতে মীমাংসা হলে শুক্রবার রিয়া তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসেন। ওই দিনই রাতে খাওয়ার পর মোস্তাকিম ও রিয়া একই ঘরে শুয়ে পরেন। আনুমানিক রাত ১টার দিকে রিয়া তার শ্বশুরবাড়ির লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে বলেন যে তাকে ঘুমে রেখে মোস্তাকিম ঘরের বর্গার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোস্তাকিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।
জয়পুরহাট সদর থানার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মোস্তাকিম এর স্ত্রী রিয়া পারভীনকে আটক নয়, নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে দেয়া হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মোস্তাকিমের লাশ ময়না তদন্তের পর ভিসারা রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: বাগেরহাটে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার