কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অনিশ্চয়তা থেকে অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে বিশেষ মনোযোগ দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন শুরু করেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী প্রায় ছয় লাখ ৮০ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন শুরু করেন।
চতুর্থবারের মতো জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
এটি দেশের ৫১তম এবং আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট।
ইউএনবি জানতে পেরেছে, এবারের বাজেটে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ক্ষুদ্র খাতের উন্নয়নে কর ছাড়ের বিশেষ ব্যবস্থা নেয়া হবে।
তাজউদ্দীন আহমদ স্বাধীনতা-উত্তর বঙ্গবন্ধু সরকারের প্রথম অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট পেশ করেন ১৯৭২ সালে।
আসন্ন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেয়া হয়।
জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।