সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ আটজন সাবেক সংসদ সদস্য ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের মৃত্যু এবং সীতাকুণ্ড ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে জাতীয় সংসদে আজ (রবিবার) সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
অন্য সাতজন সাবেক সংসদ সদস্য হলেন- জুবেদ আলী (নেত্রকোনা), সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী (টাঙ্গাইল), বি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা), শাহ জিকরুল আহমদ (ব্রাহ্মণবাড়িয়া-৫), অধ্যাপক ড. খন্দকার আবদুল জলিল (শরীয়তপুর) ও ড. আশিকা আকবর (টাঙ্গাইল)।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে প্রস্তাবটি উত্থাপন করেন।
এসময় মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
আরও পড়ুন: সংসদে বাজেট অধিবেশন শুরু