ঢাকা, ৩১ জানুয়ারি (ইউএনবি)- দেশে নতুন বছরের প্রথম মাসে প্রতিদিন গড়ে ছয়জন খুন হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি)।
জানুয়ারি মাসে দেশে ১৮৫টি খুনের ঘটনা তালিকাভুক্ত করেছে বিএইচআরসি।
প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে ‘সামাজিক সহিংসতায়’ সবচেয়ে বেশি ৬৪ জন, অস্পষ্ট পরিস্থিতিতে ৩৬ জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর হাতে ১৮ জন, পারিবারিক সহিংসতায় ১৭ জন এবং রাজনৈতিক কারণে নয়জন খুন হয়েছেন।
সংস্থাটির ভাষায়, ‘এত খুনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার নির্দেশক।’
জানুয়ারিতে ১০ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ সময়ে ধর্ষণের ৪০টি এবং যৌন নির্যাতনের তিনটি ঘটনা বিএইচআরসির তালিকায় জায়গা পেয়েছে।
বিএইচআরসি আরও জানায়, জানুয়ারিতে দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় ২৬৩ জন মারা গেছেন এবং ১৯ জন আত্মহত্যা করেছেন।
সংস্থাটি বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভার পাশাপাশি জাতীয় দৈনিকগুলোর সংবাদ থেকে এসব তথ্য সংগ্রহ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সহযোগিতায় এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।