জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরে ২৬৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট অনুমোদিত হয়েছে যা বিগত অর্থবছরের তুলনায় প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা কম।
বাজেটের আকার কমলেও বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে। গত বছর গবেষণা খাতে বরাদ্দ ছিল ৩ কোটি, যা এবারের অর্থ বছরে ১ কোটি বেড়ে হয়েছে ৪ কোটি।
আরও পড়ুন: শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে জাবি শিক্ষক বরখাস্ত
এবারের বাজেটে উপেক্ষিত হয়েছে চিকিৎসা খাত। চিকিৎসা খাতে বাজেট ধরা হয়েছে ২ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা, যা গত বছর ছিল ৩ কোটি ৭১ লাখ ৭৩ হাজার টাকা। এবারের বাজেটে এই খাতে কমেছে ১ কোটি ৮ লাখ ৭২ হাজার টাকা।
বাজেটে ২৩৭ কোটি ৭৪ লাখ টাকা দিবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র হতে আয় ২৮ কোটি ৫০ লাখ টাকা। বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে শিক্ষক বেতন ও বিভাগ খরচ খাতে যা ৯৩ কোটি ২৩ লাখ ৭৩ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পেনশন ও প্রশাসনিক খাতে বরাদ্দ যথাক্রমে ৩৪ কোটি ৮১ লাখ টাকা এবং ৩১ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকা। গত অর্থবছরে চিকিৎসা ব্যয় ছিল ৩ কোটি ৭১ লাখ ৭৩ হাজার টাকা, যা এ বছরে কমে হয়েছে ২ কোটি ৬৩ লাখ।
রবিবার অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে এই বাজেট অনুমোদিত হয়।
আরও পড়ুন: পরীক্ষার দাবিতে আমরণ অনশনে জাবির দুই শিক্ষার্থী
অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের সংশোধিত এবং ২০২১-২২ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।