জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্মাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইট ((juniv-admission.org)-এ এই ফলাফল প্রকাশ করা হয়।
ডি ইউনিটে মোট আসন সংখ্যা ৩২০ টি। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ১৬০ টি করে আসন রয়েছে। মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীদের ফলাফল পিডিএফ ফাইল আকারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পৃথকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ভর্তি সম্পর্কিত সকল তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রসঙ্গত, এবছর ‘ডি’ ইউনিটে ৩২০ টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৯ হাজার ২২৬ টি। সে হিসেবে প্রতিটি সিটের বিপরীতে ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
আরও পড়ুন: জাবি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা: নওফেল
জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন