জামালপুরে মা ও মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামালপুর সদর উপজেলার জামিরা এলাকার আব্দুল হামিদের ছেলে মামুন (৩৫) এবং পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মমিনবাগ এলাকার আব্দুল সোবহানের ছেলে শামীম হাসান (৩৩)।
এর আগে শনিবার ও রবিবার পৃথকস্থান থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, শনিবার সকালে জোসনা বেগম ও তার মেয়ে কাজলী আক্তার জামালপুর সদর উপজেলার বানার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। পরদিন রবিবার সকালে পার্শ্ববর্তী কুমারিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে মেয়ে কাজলীর গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তবে তখনো নিখোঁজ ছিলেন মা জোসনা বেগম। মেয়ের লাশ উদ্ধারের ৩৬ ঘণ্টা পর সদর উপজেলার বড়ইতার এলাকার বানার খালে ভাসমান অবস্থায় মা জোসনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন:পুলিশ-বিএনপি সংঘর্ষ: সিরাজগঞ্জে গ্রেপ্তার আরও ৩
তিনি আরও জানান, মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় জোসনা বেগমের স্বামী মোস্তফা কামাল সদর থানায় ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
তিনি জানান, ওই মামলার ভিত্তিতে দুই জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ১৪ পলাতক আসামি গ্রেপ্তার, ফেনসিডিল জব্দ