অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জিডিপি অনুপাতে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম ঋণ থাকা দেশের মধ্যে অন্যতম। বাংলাদেশ কখনোই দেশি-বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি।
মঙ্গলবার ম্যানিলায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সদর দপ্তরে বার্ষিক সভায় যোগদানকালে অর্থমন্ত্রী এ কথা বলেন বলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেন।
আরও পড়ুন: এশিয়ায় খাদ্য সংকট মোকাবিলায় ১৪ বিলিয়ন ডলার দেবে এডিবি
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে এডিবির ক্রমবর্ধমান অর্থায়নের পরিমাণ ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। এর মধ্যে মোট বকেয়া পরিমাণ ১১ দশমিক ৬৯ বিলিয়ন।
কামাল কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের জন্য দ্রুত সহায়তা প্রদানের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও স্বাস্থ্য সংকট থেকে পুনরুদ্ধারে বাংলাদেশসহ উন্নয়নশীল সদস্য দেশগুলোতে এডিবি-এর সহায়তার জন্য ধন্যবাদ জানান।
এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ-এডিবি কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (২০২১-২০২৫) বাংলাদেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অর্থমন্ত্রী আগামী পাঁচ বছরে এডিবি থেকে ১২-১৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রত্যাশা করেছেন। যা বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: বাংলাদেশের সামাজিক সহনশীলতা কর্মসূচিতে ২৫০ মিলিয়ন ডলার অনুমোদন এডিবির