সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রবিবার (২৯ অক্টোবর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, অধ্যাপিকা জিনাতুন নেসা একজন বর্ণাঢ্য জীবনের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। তিনি সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো।
প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার রবিবার (২৯ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আরও পড়ুন: ড. সালিমুল হকের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক