জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি পুনঃসংশোধিত করেছে। রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এছাড়া ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে জুন ও আগস্টে অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন থেকে আগস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেন।
আরও পড়ুন: আগামী বছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দু’দিন: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসের সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারিখগুলো চূড়ান্ত হওয়ার পর বিষয়গুলো কমানোর সিদ্ধান্ত নেয়া হবে।’
সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছরে এই পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হয়নি।