জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ১৮ জনকে আর্থিক সহায়তা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান তাদের হাতে সহায়তার চেক তুলে দেন।
এ সময় তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি নতুন বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। জুলাই বিপ্লবের শুরু থেকেই বিজিবি স্ব-উদ্যোগে বর্ডার গার্ড হাসপাতালে আন্দোলনে আহত ছাত্র-জনতাকে চিকিৎসা দিয়েছে।’