জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রাম থেকে নিখোঁজের ৭ দিন পর রাদিয়া আক্তার রুহি নামের ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতরাতে (শুক্রবার রাতে) বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তার বাবা ও সৎ মাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রাহিদা আক্তার রুহি হিমাইল গ্রামের আব্দুর রহমানের প্রথম স্ত্রীর সন্তান। তার মা-বাবার বিচ্ছেদের পর থেকে রুহি মায়ের সঙ্গে একই গ্রামে নানার বাড়িতে থাকতো। গত ২৪ মে শনিবার রুহি তার দাদীর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির মা আরজেনা আক্তার কালাই থানায় জিডি করেন। তদন্তের সূত্র ধরে পুলিশ গতরাতে (শুক্রবার রাতে) বাবা রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী রুহির লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
এ ঘটনায় পুলিশ রুহির বাবা আব্দুর রহমান, সৎমা সোনিয়া আক্তার, চাচা রনি মিয়া ও সৎমা সোনিয়ার বাবা জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্টি গ্রামের জিয়া কসাইকে গ্রেপ্তার করেছে।