ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩৬ জনকে আটক করেছে ৫৮ (বিজিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।
আরও পড়ুন: মুনতাহা হত্যাকাণ্ড: এক নারীসহ আরও ৩ জন আটক
বুধবার (১৩ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টার খবরে টহল জোরদার করে বিজিবি। মাটিলা, বাঘাডাঙ্গা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ৩৬ জনকে আটক করা হয়।
পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।
উল্লেখ্য, চলতি নভেম্বরে এখন পর্যন্ত মোট ১১৪ জনকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।