ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার শুড়াগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, উজ্জ্বল হোসেন, জাহিদুল ইসলাম. নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়ি ভাঙচুর করা হয়।
আরও পড়ুন: গরুর ধান খাওয়া নিয়ে দু'পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জে নিহত ১
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো।