সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, টিকা নেয়া ব্যক্তিরা শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর ঝুঁকির সম্মুখীন হওয়ার ক্ষেত্রে কম ঝুঁকিতে রয়েছে।
এতে দেখা যায়, টিকা না নেয়া করোনা রোগীদের ১১ শতাংশ শ্বাসকষ্টে ভুগছে, যেখানে টিকা নেয়া রোগীদের মধ্যে এই হার ৪ শতাংশ।
আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা নারীদের টিকা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত চায় হাইকোর্ট
এছাড়া করোনার টিকার দুই ডোজ প্রাপ্তদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ছিল মাত্র ৭ শতাংশ যেখানে টিকা গ্রহণ না করা ব্যক্তিদের ভর্তির হার ২৩ শতাংশ।
মে থেকে জুনের মধ্যে করোনা শনাক্ত হওয়া ৩০ বছরের বেশি বয়সী ১ হাজার ৩৩৪ জনের উপর এই গবেষণা চালিয়েছে আইইডিসিআর।
আরও পড়ুনঃ আইইডিসিআর সমীক্ষা: নমুনার ৮০ শতাংশই ভারতীয় করোনা শনাক্ত
তাদের মধ্যে ৫৯২ জন একটিও ভ্যাকসিন ডোজ নেননি এবং ৩০৬ জন সম্পূর্ণ টিকা দেয়া সম্পন্ন করেছেন।
এসময় টিকা না দেয়া রোগীদের মধ্যে ১৭ জন মারা যায় এবং টিকা নেয়া রোগীদের মধ্যে মারা গেছেন মাত্র একজন ।
এছাড়া, টিকা না দেয়া রোগীদের ১৯ জনের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়েছে যেখানে টিকা দেয়া মাত্র তিন জনের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়েছে।
আরও পড়ুনঃ সপ্তাহে এক কোটি মানুষকে টিকা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী
গবেষণায় দেখা গেছে, টিকা দেয়ার পরেও যেসব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাদের বেশিরভাগেরই স্বাস্থ্যগত জটিলতা ছিল।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের একটি পৃথক গবেষণায় দেখা গেছে, টিকা নেয়া লোকের মধ্যে ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।
এই গবেষণায় বলা হয়েছে, করোনা থেকে সুস্থ হওয়ার পর যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে।
চলতি বছরের এপ্রিল-জুলাইয়ের মধ্যে ২০৯ জনের উপর এই গবেষণা চালানো হয়ে।