রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দাবি করেছেন, যাত্রীদের সঙ্গে অসদাচরণ করায় টিটিই শফিককে বরখাস্ত করার সঙ্গে তার কোন সম্পর্ক নেই। তার নাম ভাঙিয়ে কেউ সুবিধা নেয়ার চেষ্টা করেছে।
শনিবার ইউএনবিকে মন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। রেল কর্মকর্তাদের ওই টিটিই’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আমি কিছুই জানতাম না। বিনা টিকিটের যাত্রীরা আমার আত্মীয় নয়।
তিনি বলেন, ঘটনাটি গতকাল রাতে শুনেছি। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি, ওই টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। যাত্রীর আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে যদি শোকজের যথাযথ জাবাব দিতে পারে এবং অপরাধ প্রমানিত না হয় তাহলে তাকে (ঐ টিটিই কে) পুরুস্কৃত করা হবে।
রেলমন্ত্রী বলেন, মাঝেমধ্যেই টিটিই’রা বিভিন্নভাবে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, বিভিন্নভাবে হেনস্তা করেন। এমন অভিযোগ আমরা প্রায়ই পাচ্ছি। তবে লোকবল সংকটের কারণে আমরা এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারি না। তবে একেবারেই ছাড় দিলে রেলের দুর্নাম হয়ে যায়। টিটিইদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়।
তিনি বলেন, বিনা টিকিটের যাত্রী যদি মন্ত্রীর আত্মীয়ও হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। একইভাবে কোনও রেল কর্মকর্তা যদি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাকেও শাস্তি পেতে হবে।
তিনি আরও বলেন, রেলের দাপ্তরিক কার্যক্রমের সঙ্গে মন্ত্রীর কোনও সংযোগ নেই। ঘটনার সঙ্গে আমার কোনও আত্মীয় জড়িত নন। ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন: ঈদকে সামনে রেখে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বিশেষ কর্মযজ্ঞ