ট্রাফিক সার্জেন্টদের জন্য কিছুটা বিশ্রামের জন্য ব্যবস্থার উদ্যোগ নিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী দুই সিটি করপোরেশনের মেয়রদের অনুরোধ জানিয়ে বলেন, 'আমি তাদের (দুই মেয়র) কাছে জোরালো দাবি জানাব, তারা যেন ট্রাফিক কর্মকর্তাদের কিছুটা বিশ্রাম দেন।’
তিনি বলেন, ঢাকায় বসবাসরত বাসিন্দাদের নিরাপত্তায় ৩৪ হাজার জনবল নিয়ে ৫০টি থানায় কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখের বেশি। প্রত্যেক পুলিশ সদস্য ৮২৫ জনকে নিরাপত্তা দিচ্ছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের পরিধি বাড়াতে চীনের প্রতি অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
তিনি বলেন, ‘জঙ্গিবাদের উত্থানের কারণে আমরা কাউন্টার টেররিজম ইউনিট গঠন করেছি। আমরা সাইবার ইউনিট, ভিকটিম সাপোর্ট সেন্টার গঠন করেছি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি ট্রাফিক ইউনিটও গঠন করেছি- যেটি ডিএমপি কমিশনারের অধীনে কাজ করছে।’
তিনি বলেন, অতীতে মানুষ পুলিশকে ভয় পেত। ‘কিন্তু আজ ভরসা আছে... প্রয়োজনে মানুষ পুলিশের কাছে যায়।’
ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন: কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলকে দমনে দ্রুত বিচার আইন স্থায়ী করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী