একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের একনেকের ১৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়।
আরও পড়ুন: আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ১২৩ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন
সভায় শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত ছিলেন এবং শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট অন্যরা হাজির ছিলেন।
সভায় ডিএনসিসির একটিসহ মোট তিনটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘আজকের সভায় দুটি মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট আনুমানিক ব্যয় পাঁচ হাজার ১৮৯ কোটি ৬৯ লাখ টাকা ধরা হয়েছে।’
তিনি জানান, এর মধ্যে দুটি সংশোধিত প্রকল্প এবং বাকি একটি নতুন।
মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৯১৮ কোটি ৯৩ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে পাওয়া ঋণ ২ হাজার ২৭০ কোটি ৭৬ লাখা টাকা।
এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য মো. মামুন-আল-রশিদ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়নসহ সড়ক নিরাপত্তায় ডিএনসিসি ২০২৩ সালের জুনের মধ্যে ৩১৯ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে- জনগণের জন্য যান চলাচল সহজ করা, যানজট হ্রাস করা এবং রাজধানীর রাস্তাগুলোর উন্নয়নের পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুট ওভার ব্রিজ নির্মাণ, বিদ্যমান ফুট ওভার ব্রিজগুলোর উন্নয়ন ও ওভার ব্রিজগুলোতে এসকেলেটর স্থাপন।
আসাদুল ইসলাম বলেন, যদিও প্রকল্পের ব্যয়ের ৬৩ কোটি ৮৫ লাখ টাকা ডিএনসিসি দেবে বলে প্রস্তাব করা হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী সরকারের তহবিল থেকে পুরোপুরি অর্থায়নের নির্দেশনা দিয়েছেন।
প্রকল্পটি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার সংস্থাগুলোকে ভবিষ্যতে তাদের নিজস্ব অর্থ দিয়ে এ জাতীয় উন্নয়ন প্রকল্পগুলোতে ক্রমবর্ধমান আর্থিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।