ডিবি পুলিশ পরিচয়ে আট লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পাবনা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি, ডিবি পুলিশের পোশাকসহ পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দহাকালা গ্রামের মাসুদ করিম (৪৭), একই উপজেলার পাঙ্গাসী মধ্যপাড়া গ্রামের আরিফুল ইসলাম ওরফে আরিফ (৩২), বড় পাঙ্গাসী প্রামানিকপাড়া গ্রামের মাসুদ রানা (২৯), বড় পাঙ্গাসী পশ্চিমপাড়া গ্রামের আরিফুল ইসলাম (৩৩), শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের শরিফুল ইসলাম (৩৮) ও ভোলার দুলারহাট গ্রামের আলমগীর হোসেন ওরফে ড্রাইভার হোসেন (৩৫)।
শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুনসী।
আরও পড়ুন: ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার ২
তিনি বলেন, গত ২৫ আগস্ট সকাল ১১টার দিকে পাবনার বেড়া উপজেলার জনতা ব্যাংকের কাশিনাথপুর শাখা থেকে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি ৮ লাখ টাকা তুলে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এসময় আমিনপুর থানাধীন নান্দিয়ারা গ্রামে কবরস্থানের পাশে একটি সাদা মাইক্রোবাস ভ্যানের গতিরোধ করে। পরে মাইক্রোবাসের ভেতর থেকে বের হয়ে আসা কয়েকজন নাম না জানা ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যক্তির কাছে থাকা ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
পরে ভুক্তভোগী শরিফুল ইসলাম বাদী হয়ে আমিনপুর থানায় মামলা করলে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে।
এছাড়া ডিবির একটি দল ভোলা জেলার চরফ্যাশন, গাজীপুর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ৬ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে অপহরণ, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।